5/5 - (3 votes)

মাঝে মাঝে মনে হয় আমি কোন সীমান্ত সৈনিক
কাঁটাতারের বেড়াজাল ছেঁড়া শত্রুর অপেক্ষামান

মাঝে মাঝে মনে হয় আমি কোন লাইটহাউজ
সুউচ্চ মিনার হতে পথহারা নাবিকের আশারআলো;

মাঝে মাঝে মনে হয় আমি কোন ক্রনোমিটার
বিচ্ছেদের প্রহর শেষে ফিরে আসার সুচতুর অনুমান।

মাঝে মাঝে মনে হয় আমি কোন পুরনো বই,
ধুলোমলিন পড়ে রই টেবিলের এককোণে

মাঝে মাঝে মনে হয় আমি কোন কবিতার খাতা
ভুল ব্যাকরণে লেখা তাই পড়েনি কেউ;

মাঝে মাঝে মনে হয় আমি কোন বৃষ্টি ভেজা রংধনু
এক আকাশ মন খারাপ শেষে কারো মন ভালো।

মাঝে মাঝে মনে হয় আমি কোন অভিযোগকারী
আকাশ পানে চেয়ে রবকে বলি রোজ ভুলতে চাই যন্ত্রনাদের।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments