ভেবো না প্রিয়তমা,
আমার প্রেয়সী,
তুমি যে কবিতার
মধুর সেই শব্দ,
বয়স বাড়ুক যত,
আমার কবিতার
পৃষ্ঠায় সতত,
তুমি ঊর্বশী অপ্সরা।
সুনয়না, ভেবো না তুমি
ছোঁয়ার দুঃসাহস করছিনা,
ভুলতেও পারছিনা,
তাই ভাবছি,
আয়তনয়না প্রবাল পদ্মরাগ
তোমাকে।
ভেবো না প্রিয়তমা,
আমার প্রেয়সী,
তুমি যে কবিতার
মধুর সেই শব্দ,
বয়স বাড়ুক যত,
আমার কবিতার
পৃষ্ঠায় সতত,
তুমি ঊর্বশী অপ্সরা।
সুনয়না, ভেবো না তুমি
ছোঁয়ার দুঃসাহস করছিনা,
ভুলতেও পারছিনা,
তাই ভাবছি,
আয়তনয়না প্রবাল পদ্মরাগ
তোমাকে।