সোমবারগুলি আসে আর চাকরিটা চলে যায়
পর থেকে না অফিস যাই, না ঘরে ফিরতে পারি
ব্যাগপ্যাকে সিভি নিয়ে আত্মপরিচয়হীন
বন্ধুর অফিস যাই
বন্ধুর ব্যস্ততা বাড়াই
কিছুক্ষণ লবিতে বসে, দারোয়ান আর রিসিপশনিস্টের অর্থপূর্ণ তাকানোর দিকে না তাকিয়ে, রঙ চা খাই, চলে আসি
বন্ধুর আর মনে থাকে না
কোনোদিন এসেছিলাম কী না…।