আমার প্রেমের স্বপ্ন এখনও শুকিয়ে যায়নি
আমার গোলাপী ঠোঁটে দাগ কাটেনি সিগারেটের ধোঁয়া,
মাঝরাতে উঠে দেখার চেষ্টা চাঁদের কাস্তেকে
এখনও চলতে গিয়ে অনুরনন জাগায় কড়ি আঙুলের ছোঁয়া;
এখনও মিটিং করতে মন চায় রাত জেগে, আর
নদীর উপর রেলব্রীজে চড়ে অকারণ ভয় পাওয়া,
প্রাত্যহিকের মাঝে উঁকি মারা দিনবদলের স্বপ্ন, আর
বন্ধুর সাথে ফুটপাথে বসে চা খাওয়া।
আসলে, এই আমাকে আমি খুঁজে বেড়াই কোন কোন দিন
তবু কেন জানি দিন কেটে যায় – এক, দুই, তিন –