Review This Poem

এভাবে বাস্তবকে স্বপ্ন করে দেবে – ভাবিনি,
স্বপ্ন দেখতে যে আমি খুব ভালোবাসি

বহুদিন ধরে নিজের স্বপ্নকে নিজে দেখিনি
বুকের গোপনে লুকিয়ে রাখতে রাখতে ভুলেই গিয়েছি সেই সব,
অনেক দিন তার উপস্থিতি টেরই পাইনি –
কখনো বৃষ্টিতে হাঁটতে হাঁটতে তা ছটফট করেছে বুকের মধ্যে – তবুও,

অনেকদিন পর
আবার তার সাথে ফের দেখা, দেখা তো নয় – অভিসার,
এক ঝটকায় তো পুরোটা দেখা যায় না –
অভিসারে তো সবাই ধীর পদক্ষেপে যায়,

তাহলে এভাবে ঝড় হয়ে কেন এলে?
সব এলোমেলো হয়ে গেল একটা কালবৈশাখিতে,
নিশ্চিত ভাবে ফেলা পা-টা টলে গেল –

পালটে গেল চারিদিক
সোঁদা গন্ধে ভরে গেল ঘোরের প্রতিটি কোণ –
মাতাল হলাম আমি,

এতদিন ভিজত শরীর –
এবার ভিজলো মন

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments