4.5/5 - (2 votes)

ঘুমিয়ে পড়েছি যদিও জেগে ওঠার আকাঙ্ক্ষা না রেখেই
তবু থাকে শরীরের দাবী, থাকে সমাজ-সভ্যতার;
শালবন পেরিয়ে আবার নতুন করে হাঁটা
নতুন সমাধির ফলক সাথে নিয়ে,

তাই কি তুমি মুখ ফিরিয়ে নিলে, তাই কি সরিয়ে রাখলে হাতের সব তাস?
তাই কি কামনাগুলো শুধু করে স্বগৃহে বসবাস?
জানো কি এখন গরম সইতে পারি আমি, শীতেও পাই না আর ভয় –
নতুন পথে যাত্রা করতে গেলে দু-আনারও নেই ক্ষয়?
প্রতিবাদী ছিলাম তখন, তখন ছিল আলোর উজ্জ্বলতা
কতটা পথ চলে গেছে পথে, কিছুটা দ্বীপও বোধহয় নেই বাকি
অন্তগুলো স্বপ্নে ঢেকে গেলে, আমি যে কি নিয়ে থাকি
অসীম ঘুমের মাঝে তাই থাকে সীমার কথকতা।

এভাবেও চলা যায়,
এভাবেও শালবন পেরিয়ে আবার নতুন করে হাঁটা
নতুন সমাধির ফলক সাথে নিয়ে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments