Review This Poem

মহাবিশ্বের মঞ্চায়িত সুদীর্ঘ নাটকটিও আমার একটি বিষণ্ণ রাত্রির চেয়ে ছোট,
মৃতদের ঘুম ভাঙানিয়া সুরের তিলাওয়াতে তোমার নাম,
আর শেষ দুপুরে ম্লান সূর্যতাপ,
ছটাক আলোয় স্পষ্ট তোমার কম্পমান ঠোট,
স্পষ্ট প্রমাণ করে তুমি ভালোবাসা ভুলে গেছো।

কৃত্রিম অপরাধবোধে আক্রান্ত সরীসৃপের ন্যায়,
তওবার সিজদার দ্বন্দ্বে তুমি শুনছো,
“ফিনা রি জাহান্নাম”
আয়াতের আতঙ্কে কেপে ওঠে পৃথিবীর নাট্যমঞ্চ,
সত্য কিংবা মিথ্যা শোনার শক্তি আর থাকে না,
বহুমাত্রিক পৃথিবীতে প্রতিটি মাত্রায় ইচ্ছা-অনিচ্ছায়,ডাকবে-শুনবে,
প্রতিধ্বনিত হবে আমার নাম।

আমাকে পৃথিবীর দরজা ভেবে ভুল স্বাক্ষর তোমাকে নিয়ে চলে গেছে,
অনন্তর উপসংহার,
কাউকে খুঁজে না পেলেও নিজেকে পাবে,
একাকী,ভয়ংকর।

মঞ্চায়নের এক পাঠে,
প্রেমের স্বাদে আমিও হৃদয়ে জেনেছিলাম তোমার নামের অসমাপ্ত তাজমহল,
ভুল সংক্রান্তির সর্বশেষ ভুলটি তুমিই,
মাকবারাতুল বাকি ধ্বংস করে চেয়েছো আমাকে,
এই মাত্রাহীন যজ্ঞে,বিচ্ছেদে কিংবা বিরহে,
আমায় পাবে না,
আমি সংক্রান্তির শেষে শতাব্দীর শুরুতে,
হৃদয়ে এখনো কণ্টকাকীর্ণ গোলাপ গেঁথে দাঁড়িয়ে,
উপভোগ করছি ব্যথার উপযোগিতা।

নাটকীয় পৃথিবী তুমি জেনে রেখো,
আমার বুকেও সহস্রাধিক কবর,
যতবার জেনেছি নিজেকে ব্যতিক্রম,
হত্যা করে করে পুনুরুত্থানের সাক্ষী হয়েছে আমার আহত হৃদয়,
অনন্তর অনুরোধ,
ভালোবাসার নামে কায়ামোহ ছেড়ে বেচে উঠে দেখো,
পবিত্রতার সূর্যোদয়।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments