4.3/5 - (3 votes)

বুকের ভেতর একটা পুরনো মর্গ নিয়ে বসে আছি
লাশগুলোর মাথার উপর ছাউনি ঘেরা পরাধীন পতাকা।
লাশগুলোর বুকের ভেতর এখনো ধ্বনিত হচ্ছে,
“লা ইলাহা ইল্লাল্লাহ”
বুকের ভেতর একটা পুরনো মর্গ নিয়ে বসে আছি।

বৃদ্ধ পিতার ঘোলাটে চশমা
মায়ের নরম আঁচল
পাঁচ বছর বয়সী শিশুর হঠাৎ আবদার
সবই পলাতকা এখন।

ছাপছাপ রক্তফোঁটায় ভেসে ওঠা শিশুর শেষ হাসি
লেপ্টে থাকে ক্যাকটাসের মতোন নবজননীর কোলে।
মুক্তিকামী কবির সেই কবিতা খুঁজতে থাকে
সেই কবিকে ভেঙে পড়া দালানের দু’ফুট নিচে।
তবুও তারা যুদ্ধে যাবে,স্বাধীন হবে বলে।
তবুও তারা যুদ্ধ করে,গম্বুজ রক্ষার স্বার্থে।
বুকের ভেতরের রক্তিম ছায়ায়
পড়ে থাকবে সব শহীদের নাম।
তবুও তারা যুদ্ধ করে।
তারা জানে—শরীরে বারুদের গন্ধ মেখে
উড়ে যাবে তারা ডানা মেলে কোনো না কোনো একদিন।

তবুও তারা যুদ্ধ করে,স্বাধীন হবে বলে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments