তুমি জীবনানন্দ দাশের বলনতা সেন নও
তুমি রোমিও জুলিয়েট চরিত্রের নায়িকা নও
তুমি প্রাণের হাওয়ায় উড়ে বেড়ানো শঙ্খচিল,আর আমি এক আকাশ,
যার ডানার উপর ভর করে,
নীল চিঠি প্রেরণ করা যা এক আকাশের বুকে।
আর আমি আকাশ হয়ে তোমাকে সদর দিয়ে ঢেকে রাখবো
সেখানে যত্ন করে লেখা থাকবে
তোমার আমার শতশত ব্যর্থতার গল্প, হাজারো পুরনো স্মৃতি,।