হঠাৎ আবার দেখা হবে
অচিন কোন পথের বাঁকে,
পুরান তারে নতুন করে
দেখবো হয়তো পথের বাঁকে,
বাক পেরিয়ে মনে হবে
আবার বুঝি দেখলাম তাকে,
মহাকাল পেরিয়ে যাবে
এইটা বুঝি স্বপ্নই রবে,
ঘোরের মাঝেই ভোর হবে
ভোরের মাঝেই দৌড়,
পথের মোড়ে যাইতেই আবার
ভাঙবে হয়তো ঘোর,
তবুও যেন কাটে না তার মায়াবী প্রহর !