তুমি আসোনি আমার ভালোবাসার টানে,
তুমি আসোনি বকুল তোলার বকুল ফুলের ঘ্রানে,
তুমি আসোনি আউশ আমন ইরি ফলনে,
তুমি আসোনি বটবৃক্ষের ছায়ার আদলে,
তুমি আসোনি সোনাডাঙ্গার নতুন শাপলা হয়ে,
তুমি আসোনি হিমেল হওয়ার শীতল সকালে,
তুমি আসোনি রোদ্রজ্বলা অলস দুপুরে,
তুমি আসোনি বিকেলের নতুন মায়া হয়ে,
তুমি আসোনি গোধূলি রংধনু হয়ে,
তুমি আসোনি প্রকৃতির নির্জনতা নিয়ে,
তুমি আসোনি ফাগুন হাওয়ায় মাতাল করা ঘ্রাণে,
তুমি আসোনি আমার রাখাল বাঁশির সুরে,
তুমি আসোনি সুপ্রভাতে~ আমার দুঃখের রাতে,
কক্ষনো আসোনি তুমি অভিমানী !