এত করে কি ভাবতেছ?
আমারে ধইরা রাখবা নাকি ছাইরা দিবা এই ভাবনা,
এই ভাবনায় হলে গভীর ভাবে ভাবো,
চোখ বন্ধ করে দেখো .
তোমার সাহারার মতো বিশাল মনের মাঝে
আমার কোন অস্তিত্ব খুঁজে পাও কিনা,
পাইছো কি? পাও নাই?
প্রকৃতির কিছু সময় আমারে খুইজা দেখো অস্তিত্ব পাও কিনা,
ঘুম থেকে উঠে আনমনে আমাকে মনে পড়ে কিনা,
অলস দুপুরে আমার কথা মনে পড়ে কিনা,
বিষণ্ণ বিকেলে আমার কথা মনে পড়ে কিনা,
নিঝুম সাঁঝেতে আমার কথা মনে পড়ে কিনা
জোসনার রাতে আমার কথা মনে পড়ে কিনা,
হঠাৎ ঘুম ভেঙ্গে উঠে উদাসী হলে আমার কথা মনে পড়ে কিনা,
যদি মনে না পড়ে তবে আর অপেক্ষা করো না আমারে ছাইড়া দাও!
আর যদি আমারে মনে পড়ে আমারে ছাইড়া যাইওনা
ধইরা রাইখো, নয়তো তুমি ছাড়লেও
প্রকৃতি তোমারে ছাড়তে দেবে না, মনে কইরা দিবে,
তখন আর আমারে ছাইরা থাকতে পারবে না !