কাকে বলে অগ্রযাত্রা
কি হলে পরে মনে হবে
আর পাওয়ার কিছু নেই
এই বুঝি শেষ হতে চললো
আলোর গতি, চিতার মত ক্ষিপ্রতা,
কত জোরে ছুটলে তাকে বলবো
প্রতিষ্ঠা।
তোমার ঊর্ধাকাশে আরোহণ
আমার ভূমির গর্ভে গমন
কোন আক্ষেপ নেই।
ঐ রাস্তায় আমার অভিরুচি নেই
নেই যৌন আকাঙ্খা কণ্টক গোলাপে,
বিচরণ হোক কৃষ্ণচূড়ার ফুলে
অথবা সেই ফুলে
যা মাছির জন্যও বিরক্তিকর।