আমার জন্ম বৈরুতে কিংবা গাজায় হয়েছে
প্রতিবার
আমার উঠানে পুড়ছে
তোমার সখের বাজি
এক নিমিষেই ভস্ম হয়েছে
আমার হাড়গোড়
বিশ্ব রাজনৈতিক মারপ্যাঁচ
আমার গলার দড়ি
ছিন্ন বিচ্ছিন্ন দেহ
মরণাস্ত্রের বাহার
আমার মৃত্যু স্বাদ
তীব্র থেকে তীব্রতর
ঢক ঢক করে গ্লাসে ঢালা
রেড ওয়াইনে
আমারই কাঁচা রক্তের গন্ধ