চার দেয়ালের গল্পগুলো
অপ্রাসঙ্গিক হয়
জন্ম নেয়া স্বাধীনতার
পরিনত ভয়।
নির্বাসিত ভাবনা নিয়ে
অনাধিকার চর্চা
সমুদ্রের তটে আমার
অমাবস্যা দেখা।
আমি তোমার মত করে
আকাশ দেখতে চাই
তোমার মতই অনলে
পুড়তে চাই
নিজের মত হতে চাইলে
জলে ডুবে যাই
তবু কেন তোমার মত
হতে চাই?
আঁধার রাত্রি একা রাস্তা
বিভৎসতা জয়
মন জুয়ারির কাটা ঘা
কষ্ট কেবল হয়।
অপার্থিব চক্ষু
মৃত্যুর ঘুম চায়
সত্তা শান্ত হলো
নীরব বিষে হায়!