তোমার গায়ে জড়ানো চাদর
ও লুপিন ফুলের স্মরণ করছি।
খোঁপায় গাঁথা সেই ফুলের স্মরণে
কির্স তং এর চূড়ায় দাড়িয়ে কাঁপছি।
এই শীতের ভুল জন্ম আর ঝরে পড়া পাতা,
যেন জীবনচক্রে মিশে গেছে অভিশপ্ত কুয়াশার মাঝে।
মাঘের হিম শীতল সাঙ্গু নদীর স্রোতে
পাড়ি দিয়েছি শামুকের খোলকের খোঁজে।
তোমায় ঘেরা স্মৃতির চন্দ্রমল্লিকা,
এবার জন্মায়নি নিভৃতে।
চোখে নেই ঘুম দীর্ঘ রাত, শেষ আকুতি
তোমার মুখে রূপকথার গল্প শোনার অজুহাতে।
2024-01-25
অসাধারন
ধন্যবাদ