যার জন্মই হয়েছিল তোমার জন্যে
তার মৃত্যুই বা হবে তোমার কোলে
হয়ত বা সসম্মানে,
হয়ত বা সিংহের ন্যায় গর্জনে।
আমার অবশ হৃদপিণ্ডের নিস্তব্ধতায়_
তোমার আলতো ছোয়ার তিব্র আাশায়।
আমি দেখছি তোমার চোখের অশ্রু
কাঁদছ কেন আমার রক্ত মেখে?
আমায় হারিয়ে ফেলেছো কি?
আমিতো এখনো আছি তোমার রক্তে মিশে।
আমার অবশ হৃদপিণ্ডের নিস্তব্ধতায়_
তোমার আলতো ছোয়ার তিব্র আাশায়।
আমার দেহটা উপহার দাও মাটিকে
যেথায় তোমার আমার রক্ত মিশে গেছে,
পবিত্র তুমি মিনতি কর প্রভুর কাছে
তিনি যেন আমাকে তোমার করে চিরতরে।
আমার অবশ হৃদপিণ্ডের নিস্তব্ধতায়_
তোমার আলতো ছোয়ার তিব্র আশায়।
2024-01-17
অসাধারণ 🫶