অনেকতো পুড়িয়েছো আমায়
এবার পুড়বে তুমি আমার ঘৃণার অগ্নিশিখায়।
মৃত্যু তোমার নিকটে, করবে হাহাকার
কেউই শুনবেনা তোমার আর্তনাদের চিৎকার।
নির্জন বালুতীরে যখন নামবে রাত্রি
আলোর অভাবে কাঁদবে পাবে না মুক্তি।
একাকী থাকতে পারবে কী প্রিয়তমা?
নাহয় রজনীতে এনে দেব একটি চন্দ্রিমা।
তুমি হয়তো সিংহিনীর ন্যায় নিষ্ঠুর
তাই কী আমিও হবো তোমার মতো কঠোর।
তোমায় নিয়ে উপরের যত কল্পনা
ভাবতেও আমার বুকের বা পাশে হবে ভীষণ যন্ত্রণা।