বুকের নদীতে জমেছে সন্ধ্যা
রাতের ঢেউ আছড়ে পড়ে
জ্যোৎস্নার দহনদৃশ্যে
নিশিথের নিদারুণ ছায়া জড়িয়ে
নিশ্চুপ বসে আছে পাখি একা
ধ্যানরত শব্দ শব্দের ধ্যানে
খেইহারা গান বাজে—দ্রোহে
তানধরে মেঘের অনন্ত সেতার…।
2024-11-12
বুকের নদীতে জমেছে সন্ধ্যা
রাতের ঢেউ আছড়ে পড়ে
জ্যোৎস্নার দহনদৃশ্যে
নিশিথের নিদারুণ ছায়া জড়িয়ে
নিশ্চুপ বসে আছে পাখি একা
ধ্যানরত শব্দ শব্দের ধ্যানে
খেইহারা গান বাজে—দ্রোহে
তানধরে মেঘের অনন্ত সেতার…।
চমৎকার কবিতা