Review This Poem

বুকের নদীতে জমেছে সন্ধ্যা
রাতের ঢেউ আছড়ে পড়ে
জ্যোৎস্নার দহনদৃশ্যে
নিশিথের নিদারুণ ছায়া জড়িয়ে
নিশ্চুপ বসে আছে পাখি একা
ধ্যানরত শব্দ শব্দের ধ্যানে
খেইহারা গান বাজে—দ্রোহে
তানধরে মেঘের অনন্ত সেতার…।

guest
1 Comment
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
আবু বকর
আবু বকর
5 months ago

চমৎকার কবিতা