শেষ বিকেলের আলো ছুঁয়ে
মনের মন্দিরে যে পাখি ওড়ে….
আমি তার হয়ে থাকি।
আলোর বিচ্ছুরণে কেবল তুমিই নেই!
বাকী সত্যরা সব মাছেদের গল্প হয়ে
গভীর জলে ভাসে আর হাসে।
2024-10-22
শেষ বিকেলের আলো ছুঁয়ে
মনের মন্দিরে যে পাখি ওড়ে….
আমি তার হয়ে থাকি।
আলোর বিচ্ছুরণে কেবল তুমিই নেই!
বাকী সত্যরা সব মাছেদের গল্প হয়ে
গভীর জলে ভাসে আর হাসে।