ত্রিমাত্রিক পৃথিবী
বহুমাত্রিক তুমি
দ্বিমাত্রিক প্রেম
আর
মাত্রহীন আমি
আপন কারো স্পর্শ খোঁজে
নিথর মরুভূমি।
হারিয়ে যাওয়া সঙ্গগুলো
প্রেমের চেয়ে দামি।
অতিমাত্রিক জোছনা
আর
বহুমাত্রিক চাঁদ
ভিন্নমাত্রিক দুই শরীরের
আলিঙ্গনের রাত।
রিমঝিম শব্দে বাজা
মেঘ বর্ষার ক্ষণ
প্রাণ খোঁজে হারিয়ে যাওয়া
অস্পৃশ্য মন।
2024-10-05