সে থাকে দূরে অহর্নিশি ডেকে যায় রোদ-বৃষ্টির সুরে!
কেউ থাকে দূরে মেঘ হয়ে আমায় দেখে যে উড়ে উড়ে…
বৃষ্টি হয়ে ভেজায় আমায় রোদ্দুর হয়ে পোড়ায়
মেঘ বানিয়ে আমাকে তার পাশাপাশি ওড়ায়…
2024-10-05
সে থাকে দূরে অহর্নিশি ডেকে যায় রোদ-বৃষ্টির সুরে!
কেউ থাকে দূরে মেঘ হয়ে আমায় দেখে যে উড়ে উড়ে…
বৃষ্টি হয়ে ভেজায় আমায় রোদ্দুর হয়ে পোড়ায়
মেঘ বানিয়ে আমাকে তার পাশাপাশি ওড়ায়…