বিদ্যাসাগর
সুজিত কুমার ভৌমিক
************************
দয়ার সাগর বিদ্যাসাগর,
প্রনাম জানাই তোমায়।
মরেও অমর কালজয়ী তুমি,
স্নিগ্ধ প্রতিভায়।
তোমার অভাব বুঝেছে বাংলা,
বুঝেছে নিখিল ভারত।
ওগো বাঙ্গালী, তুমি যে মোদের
গর্বের চির স্মারক।
আঠোরশো কুড়ির ২৬ তারিখ,
সেপ্টেম্বর মাসে।
রেখেছিলে পা বঙ্গদেশে
তুহিন শুভ্র ত্রাসে।
মনের মধূর মাধবীলতায়,
শিক্ষা বিস্তারিলে।
সংস্কার রুপী সলিল রাশে
জাতপাত সব ভুলে।
বহুবিবাহের করাল চাবুক,
টানিয়া ধরিলে তুমি।
তোমারই স্পর্শে বিধবা তরুনী
সরলা সুখাগামী।
বেথুন সাহেব সঙ্গে নিয়ে,
করলে নতুন পন।
গড়ব সমাজ নারী শিক্ষায়,
স্নিগ্ধা শুভ্রা মন।
ফল্গুরুপী হৃদয় নদে,
পূর্ন ভালোবাসায়।
দীন দরিদ্র পাপি তাপি,
বাঁধলে এক সূতায়।
2024-10-04