আমি তোমাকে চেয়েছি প্রতিটি মুহূর্তে দুর্নিবার,
আমি দেখেছি তোমাকে কত ঝড় ঝঞ্জায়, কত উত্থান পতনে —
ফ্রান্স থেকে রাশিয়া, কিউবায় কিংবা ভিয়েতনামে।
তুমি ছিলে মানুষের পাশে..
আজ কতদিন দেখিনা তোমায় প্রিয়তমা,
আগুন হয়ে জ্বলতে চেয়েছিলে বলে ধারালো হাতিয়ার নেমে এলো এদেশে,
যারা নির্লজ্জ, নির্মম ভাবে তোমার কণ্ঠ স্তব্ধ করতে চাইল,
সেই আগুনেই পুড়িয়ে দিল তোমায়,
তুমি আবার জ্বলে উঠলে আগুন হয়ে পথে প্রান্তরে,
অগণিত মানুষের হৃদয়ে,
প্রমাদ গুনছে নির্লজ্জ শাসক,
তাদের হাতে উঠে আসছে আরও ধারালো হাতিয়ার,
নিস্কন্টক অস্রহীন হাত গুলো বড্ড মাথাব্যথার কারণ হয়ে উঠছে ক্রমশঃ,
বিপদ গুনছে একদল অপারেটর!
আগুন, তুমি জ্বেলে উঠ আবার দুর্নিবার হয়ে,
পরিশুদ্ধ কর আমাদের হৃদয়,
ইব্রাহিমের হৃদয় শীতল কর,
যজ্ঞের অগ্নি হয়ে শুদ্ধ কর পৈচাশিক বেলেল্লাপনা —
বিছানার সাদা রক্তাক্ত চাদর কে
পাঠিয়ে দাও জনগণের ফরেন্সিক ল্যাবে,
জ্বলুক আগুন বেকার যুবক – যুবতীর মনে –
আগুন তো শুধু পোড়ায় না,
পরিশুদ্ধও করে বটে।
আমি সেই আগুনে পুড়তে চাই
এখন, এই মুহূর্তে,
তোমার সান্নিধ্যে দাবানল হয়ে জ্বলে উঠুক আমাদের মুহূর্ত গুলো।
2024-09-24