আর মোম বাতি জ্বালিয়ে নয়,
চল, একদিন ন্যান্টা মিছিল করি…
চল, একদিন মিছিলে কোন স্লোগান নয়,
শুধু ধর্ষকদের তেজ দেখাবার আমন্ত্রণ জানাই..
ওসব মিছিল টিছিলে কিছু হবে না..
তার চেয়ে উলঙ্গ সমাজ টা কেই চলো সাথে নিয়ে ন্যাংটা মিছিল করি,
সবাই দেখুক, শুধু নারী দেহ জুড়ে কামের অস্তিত্ব থাকে না শুধু,
অস্তিত্ব থাকে লোভাতুর শাসকের শাসন দণ্ডজুড়ে।
ওরা সর্বত্রই ধর্ষণ করে, সততঃ, ক্ষমতা, আদর্শ বোধ..
সর্বত্রই ওদের চোখ দুটো কামরসের আসক্তি খোঁজে শুধু…
ও, নারী, এখনও লজ্জা পাছিস বুঝি!
মাঠে নামতে ভয় হয় বুঝি?
এই তো কদিন পরেই দশভুজা হয়ে পথে নামবি,
মণ্ডপে মণ্ডপে তোর কত জয়ধ্বনি
যা দেবী শক্তি রূপেণ সংস্থিতা……
এভাবে শুধু প্রেমিকের চোখের স্বপ্ন কিংবা খাদকের লালসার জন্য জন্ম নয় রে তোর..
কঠিন হাতে ধর তারবারি,
যারা তোর মিথ্যে স্তুতি গায়..
তাদের কে প্রথমে তাদের নগ্ন রূপ দেখা,
তোমার শরীরের দু খন্ড মাংস টুকরো ঐ শালা হারামিদের দিকে ছুঁড়ে মার…
দেখবি, মুখ লুকোবে লজ্জাও..
ধর্ষকদের কামরস পালিয়ে যাবে,
তুই শুধু রাষ্ট্র কে নিয়ে একদিন, প্রতিদিন শহরে, নগরে ন্যাংটা মিছিল কর..
রাষ্ট্রের ন্যাংটা রূপের আসল লোভাতুর মুখোশ গুলো খুলে দে..
অনেক ভালো থাকবি নারী..
মহা উল্লাসে মুক্তির স্বাদ পাবি..
চল, ন্যাংটা রাষ্ট্র কে নিয়েই একদিন, অন্তত একদিন ন্যাংটা মিছিল হোক,
দেখি, তেজ কত ধর্ষকদের….।
2024-08-27