Review This Poem

ভিন গ্রহের এক প্রাণী আসে
দেশ স্বাধীনের পর,
সেই প্রাণীর ঐ দানব থাবায়
ভাঙে হাজার ঘর।

প্রাণীগুলো দানব রূপে
তাজা রক্ত খায়,
উদর ভরে ভিন গ্রহে যে
উড়াল দিয়ে যায়।

তরুণ মিলে ভেঙ্গে দিলো
অপশক্তির ফাঁদ,
নীল গগণে ঝলমলিয়ে
উঠলো হেসে চাঁদ।

মুক্ত আকাশ মুক্ত বায়ু
মুক্ত শহর খানা,
বিহঙ্গ আজ নীল গগণে
উড়ছে মেলে ডানা।

অপশাসন শোষণ জুলুম
শহর ছিল ভারী,
অপশক্তির আপদগুলো
গেলো শহর ছাড়ি।

আপদগুলো বিদায় হলো
শহর আজি হাসে,
প্রেমমিতালী পায়রাগুলো
সুখ পবনে ভাসে

মন খুশিতে শিশু কিশোর
যাচ্ছে ছুটে মাঠে,
সন্ধ্যাবেলায় ফিরছে ঘরে
মনটা দিচ্ছে পাঠে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments