ও হ্যাঁ, এবার বুঝেছি গো
কে তুমি।
ভরা যৌবনে করি পদার্পণ
হয়েছে স্মরণ, সম্মুখে তোমার
দাঁড়ায়ে আমি।
আজ যৌবন ভারে অবনতা তরু
যেন লুটায়ে পড়িতে চায়,
হাওয়ার দোলায়, তোমার দোলন
কাহারে যেন খুঁজিতে চায়।
দিন শেষ হতে নাইকো বাকি
রবিহীন সাঁঝে ফিরিছে পাখি,
বৃক্ষের ঐ শাখায় শাখায়
কত না রবে যায় যে ডাকি।
তোমারো আজ ফেরার পালা
কোন সুদূরের রেলের দোলা।
দিবা অবসানে সন্ধ্যা আগমনে
নিজের গৃহে নিজের ফেরা।।