কালের সময় কঠিন যতো
স্বপ্নের আশায় থাকি।
জীবন যাবেই অচিনপুরে
দেবে একদিন ফাঁকি।
সবার মতোই বাঁচার জন্য
কতোই স্বপ্ন ছিলো,
সুন্দর স্বপ্নের রঙিন আশা
বিভোর করে দিলো।
মানুষ জন্ম থেকেই সমান
বিশাল জগৎ মাঝে,
স্বপ্নের সফল আত্মবিশ্বাস
রাখে সকল কাজে।
স্বপ্ন কারোর একার নয় তো
সবাই স্বপ্ন…. দেখে,
স্বপ্নের মাঝে অটুট বিশ্বাস
অর্জন করতে শেখে
প্রত্যেক হৃদে একটা সুন্দর
স্বপ্ন যে বাস ….করে,
স্বপ্নের বাস্তব গন্তব্যস্থল
বিশ্বাস নিজের তরে।
মানুষ বিশ্বাস অর্জন ক’রে
নিজের স্বপ্ন আঁকে,
মানুষ আশার চাইতে বড়ো
যদি বিশ্বাস রাখে।
জীবন সুন্দর স্বপ্নের মাঝে
স্বপ্ন বাঁচার….শক্তি,
স্বপ্নের মায়ায় বিভোর থাকি
স্বপ্নের করি ভক্তি।