দাবার চাল চালছি তবে
জিতবো খেলা ভেবে,
রাজার পাশে মন্ত্রী আছে
হারায় কে বা দেবে॥
গজের চালে দম লেগেছে
ঘোড়ার চাল বাকি,
সৈনিক যে এগিয়ে আছে
বোটের কথা রাখি॥
একটা চালে অবাক হলে
খেলবো কার সাথে,
রাজার পাশে সবাই আছে
ক্ষমতা মোর হাতে!
আড়াই লাফে লাফিয়ে লাফ
ঘোড়া যখন দেবে,
জিতার আশা বিফল হবে
মুখ কুঁচকে নেবে।
আড়াই লাফে দাবা খেলার
আমি নাটের গুরু,
অনেক খেলা দেখার আছে
এটা কেবল শুরু!
মাস চারিক সময় আছে
হারার ভয় নেই,
জিতা খেলায় হারিয়ে দেয়
কেবা আছে সেই!
গজের চালে রকেট বেগে
কিস্তি যে মাত,
বোটের দেখে গোড়ার হাঁসি
বোকার মাথা হাত!
এতো লাফাস কেনরে হুদা
শেঁক খেলাটা আগে,
শিখলে নাকো খেলা জিতার
আশা ক্যামনে জাগে?