রাতের রাগটা কখন বাড়ে?
সূর্যদয়ের আগে না পরে;
ঝাপসা প্রশ্নের উত্তরটাও যে কুয়াশার
ঘন কালো মেঘে ঢাকা। তবুও
উত্তরের সন্ধানে রাতকে কাছি ডাকি
রাত থেকে চাঁদ পালিয়ে যায়
প্রারম্তে সূর্যও তার সঙ্গী হয়
শুধু জানা হয় না অজানা উত্তরটা।
2023-03-09
রাতের রাগটা কখন বাড়ে?
সূর্যদয়ের আগে না পরে;
ঝাপসা প্রশ্নের উত্তরটাও যে কুয়াশার
ঘন কালো মেঘে ঢাকা। তবুও
উত্তরের সন্ধানে রাতকে কাছি ডাকি
রাত থেকে চাঁদ পালিয়ে যায়
প্রারম্তে সূর্যও তার সঙ্গী হয়
শুধু জানা হয় না অজানা উত্তরটা।