4/5 - (2 votes)

প্রিয় ডিসেম্বর,
চলে যাওয়ার আগে আমায় কিছু প্রাপ্তি দিয়ে যাও
প্রিয় ডিসেম্বর,
তুমি আমার সমস্ত দুঃখ কষ্ট ভুলিয়ে শান্তির পথে নিয়ে যাও ।
বিমর্ষ ভাবাপন্ন পৃথিবীতে যদি আমি হঠাৎ হারিয়ে যাই
সুন্দরের মতন তোমার অদ্ভুত  ছেড়ে আমি যদি
কোথাও চলে যাই  
সন্ধ্যা নামার আগে যদি আমায় খুঁজে না পাও 
তবুও পৃথিবীর গাঢ়তর নিয়মের মতন আমার কিছু
গল্প আর কবিতা রেখে যাও ।
প্রিয় ডিসেম্বর, 
তুমি কি আমার কান্নার শব্দ শুনতে পাও
নাকি সমুদ্রের অতল গহ্বরে আমাকে খুঁজে নাহি পাও ।
প্রিয় ডিসেম্বর ,
ফেলে রেখে চলে যাওয়া পথে বিস্মৃতির ধুলো দ্যাখি।
যেখানে পড়ে থাকে বুকবইয়ের পাতায় এগারোটা মাসের স্মৃতি ।
ব্যথাতুর হৃদয়ে পোষ্টম্যানহীন পোষ্টমর্টেমে এখনও
দাঁড়িয়ে মৌচাক মোড়,
রিকশায় যেতে যেতে জীবনের  সমস্যা সমাধান করছি।
এই যে শ্বাস, আসছে আর যাচ্ছে প্রিয় ডিসেম্বর
তবু যেন বাঁচিয়ে রেখেছে একটি প্রাণ!
কিন্তু এই শ্বাসে যে কষ্ট বেশি!
মানুষ বুঝে না, কেন বুঝে না?
প্রকৃতিকে হত্যা করে করছে নিয়মিত
কেন করছে? তাও কি জানেনা!
শুদ্ধস্বর নেই, শুদ্ধতার শ্বাস নেই
এখানে বাতাস বিষাক্ত আর
এরচে বিষাক্ত হচ্ছে মানুষ!
তাই প্রিয় ডিসেম্বর,
হয় মৃত্যু দাও নয়তো প্রাপ্তি 
হয় মুক্তি দাও নয়তো শান্তি ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments