4.7/5 - (3 votes)

সিনিয়র আপুর প্রেমে আবাক
আগ্ৰহ দেখে ছুটে গেলাম আবার।
এসেছে আমার জুনিয়র প্রেমিক,
এতো দেড়ি হলো‌ কেনো তোমার।
এবার আমি হয়েছি আবার আবাক!
চলো একটু দূরে গিয়ে বসি দেখছে‌ সকলে‌–
সিনিয়র জুনিয়র জুগলবন্দি।
দিনশেষে,
কলেজে এসো সিনিয়র প্রেমিকা,
কাল দেখা হবে জুনিয়র প্রেমিক।
হাতে গোলাপ ঠোঁটে জলন্ত সিগারেট,
কিনে আনতে গেলাম–
তোমার পছন্দের বাদাম,আইসক্রিম।
খেয়ে বলেছো তুমি দারুন মজা!
রিকশা দাড় করিয়ে–
আমায় কেনালো আবার ফুসকা।
শাসনে বিভর লাল হরিণী দু’চোখ,
মায়াবী আলোয় উদ্ভাসিত রোগ।

guest
2 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments
AFJAL HOSSAIN
2 years ago

চমৎকার