1/5 - (2 votes)

ওলটপালট পাল্টে গেছে, বদলে গেছে রীতিনীতি, গুরু ভীতি, প্রেম প্রীতি, গীতিকবিতার ছন্দ পতন।
আফসোস, বেহুঁশ, মানুষের মাঝে সত্য নেই, মনুষ্যত্ব নেই, তাম্র-পাথরে গড়া স্রেফ মূর্তির মতন।
মানুষে মানুষে উঁচুনিচু কতো ভেদাভেদ, কতো ক্লেশ, যুদ্ধের শেষ, নেই শ্রদ্ধা স্নেহের বালাই আজ,
সর্বত্র সব মারামারি হানাহানি খুনোখুনি রাহাজানি মহাজনি, স্বার্থের উপাসনাই নিয়ত নিত্য কাজ।
নির্বাসিত ন্যায়, বিচারহীন শঙ্কিত, নির্বিচার ব্যভিচার, অবিচার অনাচার, নষ্ট মানুষ নষ্ট সমাজ,
মানবের এমন অমানবীয় রূপ, দানবের স্বরূপ, দানবের দরবারেও হরদম বাজে খুব উল্লাসের লাজ।
সুবাস নেই ফুলে, স্বাদ নেই ফলে, কোমলতাও কমে গেছে মায়ের কোলে, ভুলে গেছে মাতৃরূপ,
আপন পর স্বার্থপর, সম্পর্ক সব ফাঁকি, মেকি মিছে, পৃথিবীটাই বদলে গেছে, নিত্য মধুর মৃত্যুকূপ।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments