আকাশে পূর্ণিমা।
জোছনার প্লাবন সারা জমিনে।
মাঠঘাট ভরে গেছে মাখন জোছনায়,
জলাশয়ের জলে যেনো চিকচিক মুক্তা ঝরে।
মাথার উপর খানিকটা বাঁকা হয়ে ঝুঁকে যে চাঁদ,
ছাদের ওপর থেকে দেখে মনে যেনো প্রেয়সীর সুগোল গাল।
বিচ্ছুরিত হাসির ঝলক।
এমন সুরাত পাবে কি আর হে প্রেমহীন হৃদয়!
প্রেম হয়, প্রেম তো হয়েই।
প্রাণে-অপ্রাণে প্রেম হয়,
প্রেম হয় মানুষের সাথে, পাখির সাথে, পশুরও সাথে।
প্রেম হয় জীবের সাথে, প্রেম হয় জড়ের সাথে।
কারো প্রেম এই জোছনা, এই আলো-আলো খেলা।
কারো প্রেম আঁধারও হয়।
কারো প্রেম নদীর বাঁক, বালুচর, সমুদ্রের ঢেউ, পাহাড়ের সুউচ্চ টিলা।
কারো প্রেম পাখির ডাক, ছোট্ট কবুতর জোড়াও কারো প্রেম।
খরগোশের সাথে প্রেম হয়।
প্রেম হয় মেঘের সাথে, বৃষ্টির সাথে, বাতাসের সাথে,
সুবাসেরা সাথে, সুরের সাথে, শিশিরের সাথে।
প্রেম হয় কবির সাথে, ছবির সাথে, কবিতার সাথেও গাঢ়তম প্রেম হয়।
প্রেম হয় সৃষ্টির সাথে সৃষ্টির, সৃষ্টির সাথে স্রষ্টারও।
বরং এটাই সর্বশ্রেষ্ঠ প্রেম।
হে প্রেমহীন হৃদয়, প্রেমিক হও,
প্রেম হোক সমস্ত সৌন্দর্যের প্রতি, সমস্ত সৃষ্টির প্রতি, শাশ্বত স্রষ্টার প্রতি।
2022-04-28