Review This Poem

বছর ঘুরে মাহে রমজান, শেষের দশক, জোর দিয়ে বিজোড় রাত,
সহস্র বর্ষেরও বেশি উৎকর্ষতায় ভাগ্যরজনী লুকায়িত, মহিমান্বিত রাত।
এমনি এক রাতে হেরা গুহাতে নবী দোজাহাঁ মুহাম্মদের সাথে সাক্ষাতে,
এনেছে জিব্রীল খোদার কালাম, কুরানের ওহী, প্রথম শুরুতে।
মিষ্টি শীতল বাতাস, মৃদু বৃষ্টি, উজালা আকাশ, কিছু আলামত,
তৃপ্তিতে ভরে বুক, হৃদয়ে গভীর সুখ, রহমত বরকত, খুলে কিসমত।
আর্জি আবদার, ক্বদরের তালাশে অলসে পড়ো না মোটেও পিছে,
কাঁদো খুব, খোঁজো আশ্রয়, আবে কাউসার, ছায়া আরশের নিচে।
আজ যতো যারাই কাঁদে বক্ষ ভারি, হাবুডুবু অক্ষ ডুবায়ে জল,
ক্ষমা চির অম্লান, ডাকে রাইয়ান, শুন্য পাপে, পূর্ণ পূণ্য-আঁচল।
আজ পশু পাখী ফুল, সমস্ত সৃষ্টিকূল ব্যাকুল করে রবের বন্দনা,
স্রষ্টার তুষ্টিতে দিবসে নিশিতে সৃষ্টিতে চলে গাঢ় গভীর আরাধনা।
গোটা মানবকূল, ঠেলে দলে প্রতিকূল সঙ্কুল, ব্যাকুল মরিয়া,
যেনো পায় রহমান, রহীমের রহম, ভরে যায় দু’কূল, সুখ দরিয়া।
এ’রাতে পাল্লা ভরাতে পূণ্যে, করাতে কাটা পাপ, দীর্ঘ দীর্ঘ রজনী,
অসুস্থ অসহায় অবলা কেবল মুমিনের কান্নায় সুরে সরব ধরণী।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments