স্মৃতির কৌটায় জমে আছে পার্বণের ঘ্রাণ
মরা নদী, হাঁটু জলে তার পৌষের স্নান
পুকুরের পাড় ঘেঁষে নুয়ে পড়া ছাতিমের ডাল
বিলের কাদাজলে দল বেঁধে হয়েছি নাকাল
চৈত্রের শেষ দিনে কুড়িয়েছি কত বিউ ফুল
ঝেড়েছি রসুই ঘরে বছরের জমা যত ঝুল
শ্রাবণের বরিষনে রাত জেগে মনসার পুঁথি
লাচাড়ি পয়ারভাগে মজে থাকা রাত নিশুতি
ভোরের আঙিনাতে নবান্নের ধানের উড়ান
সাঁঝের ক্ষীণ আলো, চলে পাঠ ব্রম্মপূরাণ
জোছনায় ধূ ধূ বিলে দলবেঁধে হাডুডু-র দৌড়
স্মৃতিগুলো বিঁধে যায় বুক করে এফোঁড়ওফোঁড়।
2022-04-18