এখানে একজোড়া চোখ, চোখ দু’টো ঢেকে দিয়েছে রঙিন আভা।চশমার পুরু স্বচ্ছ কাঁচে প্রতিবিম্বিত একটা সাদা রঙের প্রাইভেট কার,বিশালকায় কাভার্ড ভ্যান, মানুষের জটলা,উঁচু দালান আর এসব ছাপিয়ে একখন্ড আকাশ।
ওখানে একজোড়া চোখ, ঢাকা নেই কোন রঙিন চশমায়। খোলা চোখের স্বচ্ছ মনিতে দেখে এসেছি রিকশা ভ্যান,জটলাবিহীন রাস্তা,সবুজ বৃক্ষরাজি আর সে একই আকাশ!
পার্থক্য কোথায়? যেখানে যাই উপরে একটাই আকাশ, বদলে যায় বাকি সব!
বদলায় কি মানুষেরও মন, এখানে আর ওখানে? হয়তো তাই।
2022-03-06