গোপন প্রেমিকার নামে একদিন ভাসিয়েছিলাম যে ফুল পুকুরের বদ্ধ জলে
কত সহস্র ঢেউয়ের দোলায়
আছড়ে পড়েছে এপাড় ওপাড়
কখনো কিনারে কখনো মাঝখানে ভেসেছে হেলায়।
প্রেমিকা আসেনা পুকুরঘাটে
তপ্ত দুপুর বিকেল তামাটে
গোধূলি পেরিয়ে নেমে আসে সন্ধ্যা
এমনই পোড়া কপাল আমার বন্ধ্যা!
আঁধার তিলক আঁকে রাতের ললাটে
ভোর আসে। প্রেমিকা আসে না তবু
অতঃপর ভেসে থাকা ফুলে হাঁসের ঠোকর
বৃন্ত টুটে, পাঁপড়ি টুটে, বোঁটাটিও টুটে যায়!
জলে ছিটাই হাহাকার, তাও করি শোকর
পুকুরের জলে রয়ে গেছে বুঝি ঘ্রাণ
একদিন আসে গোপন প্রেমিকা, ফুল নেই
ভাসাই বাঁশের পাতা।
অমনি প্রবল হাওয়ায় নেতিয়ে পড়ে পাড়ে থাকা বাঁশঝাড়। ভরিয়ে দিল সারা পুকুর অজস্র শুকনো পাতায়!
আমার পাতাটি আর চেনানো হল না তাকে; যেমন দেখেনি প্রেমিকার নামে ভাসিয়ে দেয়া ফুল।
2022-02-12