3/5 - (1 vote)

তবু আমি নিলর্জ্জ্বের মতো হেঁটে যাই
তোমাদের পদচিহ্ন ধরে
কারণ আমার ভেতর কোন পাপ নেই
যত পারো ঘৃণা করো, করো তুচ্ছজ্ঞান
প্রকাশ্যে দাও গালি বংশ তুলে
তবু আমি হারাতে চাইনা এই পৃথিবীর
একমুহূর্তের আনন্দ।
তোমরা আমাকে ফেরারি বানাও,
তবু আমি মিশে রবো এই জনব্যস্ততায়
গায়ে মাখবো ভাল-খারাপ মানুষের নিশ্বাস
শুঁকে যাবো ওই মেহনতি মানুষের ঘামের ঘ্রাণ
তোমরা যতোই ভাবো আমি তোমাদের কেউ নই,
থোড়াইকেয়ার করি!
আমার বেঁচে থাকা আমার অধিকার
এ আমার ঈশ্বরের দান।
বিজয়ের পঞ্চাশ বছরে এই যে মাহেন্দ্রক্ষণ,
চারিদিকে আলোকসজ্জা
দিকে দিকে ভেসে আসা শিহরণ জাগা সুর,
কান ফাটানো তোপধ্বনি
অন্তরে অন্তরে জয়ের উন্মাদনা,তার অংশিদার আমিও।
এ আমার আজন্মের অধিকার!

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments