১. পৃথিবী খুব সুন্দর আমি তা উপলব্ধি করি কিন্তু উপভোগ করি না
২.শহরের জড় থেকে জীব সবটুকুই ব্যস্ত, কেবল মানুষের আত্না থমকে দাঁড়িয়েছে অথচ তার সামনে কি সে জানে না
৩.ঈশ্বর আমাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি আমাকে মহাবিশ্বে নভোচারী করে পাঠাবেন অথচ জন্ম নেয়ার পর আমি দেখি তিনি আমাকে মুড়িয়ে দিয়েছেন সভ্যতার মোড়কে।
আমি সেই মোড়ক ভেদ করতে পারছি না।
৪.রাতের চাঁদের আলোয়ে আমি পুরো বিশ্ব ঘুরে আসতে পারি কিন্তু এই মহাকালের ইতিহাস আমাকে ধরে বেধে জবেহ করে
৫.সভ্য মানুষ আমাকে সভ্য হতে বলে অথচ আমি তাদের ভেতর সভ্যতা খুঁজে পাই না