2.5/5 - (2 votes)

আমি ভাঙ্গতে চাই
যতটা ভাঙ্গলে কষ্টকে আপন করে নেওয়া যায়
আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই
যতটা ভাঙ্গলে বিরহ আমাকে আর ছুঁতে পারবে না আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই
যতটা ভাঙ্গলে মনের গহীনে আর ভালোবাসার ছিটেফোঁটাও থাকবে না
আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই
যতটা ভাঙ্গলে দুঃখ যাতনা আর সইবে না আমি ততটাই ভাঙ্গতে চাই
যতটা ভাঙ্গলে  বুকের ভেতর উথালপাথাল ঢেউ অনুভব করবে না
আমি ঠিক ততটাই ভাঙ্গতে চাই 
আমি ভাঙ্গতে চাই
ভাঙ্গা গড়ার খেলাকে ভাঙ্গতে চাই
আমি ভাঙ্গতে চাই
আমার কাল্পনিক দেয়াল টাকে ভাঙ্গতে চাই
ডানা ঝাপটে মেলে ধরে আমার এই উন্মুক্ত মনে,
উড়া শেষে ক্লান্ত হয়ে  অশ্রু হয়ে ঝরে যে আমার  যুগল নয়নে ।
একদিন তো প্রকাশ হতেই হবে কষ্ট গুলো  কারো না কারো সামনে।

guest
0 Comments
Newest
Oldest Most Voted
Inline Feedbacks
View all comments