*
রিকশায় বোসে কবিতারা খুলে দেয় নগ্ন শরীর,
কবি ঠ্যাঙের উপর ঠ্যাঙ দুলিয়ে কলম চুষে।
কবিতাদের নগ্ন বুক দুলতে থাকে ইটের সোলিং রাস্তায়
কবি দেখেও কিছু দেখেনা,
নগ্ন বুক, ইটের সোলিং, হাইওয়ে রোডে স্নানাপুযুক্ত পুকুর।
*
আমাদের পার্লামেন্টের সদস্যদের জুড়ি নেই বলতেই হবে,
উনারা শত কোটি টাকার বাজেটে হাজার কোটি টাকা খরচ করে আমাদের বহু ধাপে ফ্লাইওভার উপহার দেয়,
সোনার বাংলার নিশ্চিত উন্নয়নের নামে তাদের পকেটের উন্নয়ন ঘটায়।
শত কোটির মালিকেরা হাজার কোটি টাকার মালিক হয়
টাকার বিছানা তাদের, পিরানহা মগজ, দামি দিয়াশলাই, গরিব দোকানদারের থেকে মারা ব্যানসোন সিগ্রেট, গোল্ডেন ওয়াচ, স্পোর্টস কার, ব্রুজ খলিফার মতোন রিসোর্ট, ডকডক কোরে গেলা মদ।
উনাদেরকে স্বয়ং তিমিও বলা চলে!
*
আমাদের আছে হাইওয়ে রোডে স্নানাপুযুক্ত পুকুর, ইটের সোলিং রাস্তা, কবিতাদের নগ্ন বুক, নিজেদের পকেট উন্নয়নকারী পার্লামেন্ট সদস্য।
তবু কবির প্রার্থনা এই বাংলাদেশ সোনার বাংলা হৌক, দীর্ঘজীবী হৌক।
দীর্ঘজীবী হৌক।