অল্পে তুষ্ট জীবন নিয়ে কবিতার ভুবনে নিশাচর প্রাণী এই আমি। কবিতা ছন্দ মাত্রা আমাকে আদর করে আমাকে আকৃষ্ট করে। আমি তাঁর এবং সে আমার প্রেম।
কবিতা পড়তে ভাবতে বুঝতে এবং বুনতে ভালোলাগে। নিজেকে কবি বলিনা। কবিতার দাস ঘোড়া আমি আমাকে দ্বারা শুধু মাত্র কবিতা উঠে আসে --আমি তাকে পিঠে করে নিয়ে চলি নদি সাগর সমুদ্রে,স্থলে,আকাশে বাতাসে,মাহাবিশ্বে মহাশূন্যে,এবং কী অন্তর জগতের মাঝে যা যা থাকে প্রেম কাম ভালোবাসায় যৌনতায় আকাঙ্ক্ষায় ইচ্ছায় অনিচ্ছায় এবং কী কোন এক ছায়া মেঘে।
এ ভাবেই সে........কবিতা