পশ্চিমবঙ্গের কুচবিহার জেলায় বসবাস। ছোট বেলা থেকেই কবিতা ও আবৃত্তি তে আসক্তি। প্রচুর প্রবন্ধ লিখেছেন দৈনিক পত্র পত্রিকায়। ইতিমধ্যেই কবির তিনটি কাব্যগ্রন্থ প্রকাশ পেয়েছে। মুখ ঢাকি লজ্জায়, মানুষ টা আমার থাক, এবং বিপন্ন ঈশ্বর এবং দূরত্ব।
সমাজ সচেতন মানুষ হিসেবে কবি মানুষের কথাই তার কবিতায় তুলে ধরেন। রাজনৈতিক দূরবৃত্তায়নের বিরুদ্ধে কলম সোচ্চার কবির।
কবি ইতিমধ্যেই তার বিপন্ন ঈশ্বর এবং দূরত্ব কাব্যগ্রন্থের বহু সম্মাননা পেয়েছেন। বাচিক শিল্পী হিসেবেও যথেষ্ট খ্যাতি রয়েছে কবির।