সমাজের বুকে যদি কখনও অন্যায় থেমে যাই। যদি প্রেম বিলীন হয়ে যাই।মানুষ যদি কোনোদিন অনুভূতির স্বাদ হারিয়ে ফেলে । সেদিনও আমার কলম থেমে যাবে না। হয়ত অনন্তকাল আমার কলম চলবে না। কিন্তু তাতে ক্ষতি নেই, আমার কলম চলুক বা না চলুক আমার প্রেম, আমার প্রতিবাদ, আমার অনুভূতি বেঁচে থাকবে। কখনও আমার কবিতায় কখনও বা আমার গল্পে .......