
কবি শুভজিৎ বিশ্বাস (জন্ম ২৩ ডিসেম্বর,২০০১ - বর্তমান )ছোটবেলা থেকে লেখালেখি শুরু করেন। অষ্টম শ্রেণীতে পড়া চলাকালীন প্রথম 'রংখেলা' কবিতা বালতি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ম্যাগাজিন ' অভিষেক' পত্রিকায় প্রকাশিত হয়। তারপর বেশ কয়েক বছর পর ২০২১ সালের মার্চ মাসের পর থেকে পরপর চারটি কবিতা (মা মানে, মৃত বহনকারী গঙ্গা, ছেঁড়া স্বপ্ন, পরীক্ষা বাতিলের পর ) বসিরহাটের পরিমল দে সম্পাদিত 'ইছামতি সংবাদপত্র' এ প্রকাশিত হয়।
পৃথ্বীজ গঙ্গোপাধ্যায়ের সম্পাদনায় 'কবিতা- সংকলনে' লেখা কবিতা 'মৃত্যু পথযাত্রী' , আলোর ফোয়ারা'য় 'অন্যরকম স্বাধীনতা' ,পূজোর শেষে শীতের দেশে গ্রন্থে 'যখন ফ্লাটে ছিলাম' এবং আরও কয়েকটি লেখা কয়েকদিনের মধ্যে প্রকাশিত হয়েছে।
এছাড়াও The বর্ষন (HRT) থেকে অনেক কবিতা প্রকাশিত হওয়ার পর এখন আপতত 'পোড়ো বাড়ির রহস্য' বড়ো গল্পে'র বিভিন্ন পর্ব প্রকাশিত হচ্ছে।
কবিতা ছাড়াও আরও বেশ কিছু গল্প (যেমন ডিটেকটিভ ও শিক্ষানীয় ভৌতিক গল্প) অপ্রকাশিত আছে। বর্তমানে বিভিন্ন অনলাইন পত্রিকা'য় বহু লেখা প্রকাশিত হয়েছে।
সম্পাদনা - শংকর হালদার শৈলবালা
আলোর ফোয়ারা, পূজোর শেষে শীতের দেশে ও অন্যান্য