লেখায় হাতেখড়ি ছড়া দিয়ে।তারপর গানের মোহে।১৯৯৪ সালে বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে তালিকাভূক্তি।ইদানিং কবিতাকে বড্ড ভালবেসে ফেলেছি।
কবিতা,
একেকটি শব্দ যেন পৃথিবীর বুকে ছড়িয়ে দেয়া মুক্তোদানা
তার রুপোলী আলোকচ্ছটায় একটা বন্ধুর,
অথচ
মসৃণ পথ ধরে সে সব মুক্তোদানা ছুঁয়ে ছুঁয়ে
আমি হেঁটে যাই গন্তব্যের দিকে
সব শেষে সামর্থ্যের সবটুকু উজাড় করে
লোভাতুর এই আমি সন্তর্পণে আঁজলা ভরে তুলে নিই
শব্দ সদৃশ কিছু মুক্তোদানা।