নিজেকে আমি 'শহুরে কবি' বলতেই পছন্দ করি। যদিও অতটা শহুরে আমি না। এখনও প্রায়শই ইচ্ছে করে ছুটে গিয়ে সবুজ রঙা দিঘির জলে ঝাঁপাই কিংবা অচেনা কোন পাখির ডাকে খুঁজে ফিরি তারে। তবুও শহর নিয়েই আমার ভাবনা, আমার লেখালেখি। নিছকই শহুরে ছায়াময় জীবনে আঁটকে থাকা এক প্রাণ আমি! শহরটা তো আমারই। আমার 'ইট পাথরের অরণ্য'!