
পরিচিতি : জন্ম ১৯৭৮ সালের ১৪ই জুন পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারই থানার অন্তর্গত খানপুর গ্রামে। ভীষণ সাদামাটা জীবন। ছোট থেকেই সাহিত্য ও কবিতার প্রতি ঝোঁক। বর্তমানে এক সরকারি দফতরে কর্মরত। বিভিন্ন পত্র পত্রিকায় লেখলেও প্রকাশিত হয়নি কোনো একক কাব্য গ্রন্থ। সম্প্রতি 'শব্দ সাঁকো' প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে যৌথ কাব্যগ্রন্থ 'নতুন কবিতার মেস বাড়ি' এবং দিল্লির নোশন প্রেস থেকে প্রকাশিত পাঁচ কবির যৌথ সংকলন 'পঞ্চমুখ' । প্রকাশিতব্য 'অচিনপাখি' প্রকাশনের কবিতা সংকলন 'হলদে পাখির ডানা'।
S Kabir