
কবির পরিচিতিঃসমকালীন ক্ষুদে লেখকদের মধ্যে হৃদয় বোস শব্দের ফেরিওয়ালা নামে খ্যাত।তিনি শেরপুর জেলার দূর্গানারায়নপুরে জন্মগ্রহণ করেন।লেখাপড়ার পাশাপাশি লেখালেখির প্রতি ঝোঁক বেশি তার।প্রকৃতির নিসর্গের অনাবিল সৌন্দর্যের সাথে মাখামাখি করে বেড়ে ওঠা তার।স্বপ্ন দেখেন লেখাপড়ার পাশাপাশি অবিরাম লিখে যাওয়ার।
Ridoy Bosh